ফের হিংসায় রক্তাক্ত হল মণিপুর। শনিবার জিরিবাম জেলায় হিংসাত্মক সঙ্ঘর্ষে মৃত্যু হল ৬জনের। রাজধানী ইম্ফল থেকে ২২৯ কিলোমিটার দূরে নাংচাপ্পি গ্রামে সন্দেহভাজন কুকি জঙ্গিরা সশস্ত্র হামলা চালিয়ে তেষট্টি বছরের এক ব্যক্তিকে হত্যা করে। নিহত ব্যক্তির নাম উরেমবাম কুলেন্দ্র সিংঘা বলে জানা গিয়েছে। একদিন আগে মেইতেই সম্প্রদায়ের এক বয়স্ক ব্যক্তি প্রার্থনা চলাকালীন রকেট চালিত বোমার আঘাতে নিহত হন।
মইরং জেলায় ওই হামলা চালিয়েছিল কুকি বিদ্রোহীরা বলে জানিয়েছে পুলিশ। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই এদিন সকালে হামলার ঘটনা ঘটে। সূত্রের খবর সশস্ত্র মেইতেই বিদ্রোহী গোষ্ঠী ও পাহাড়ের কুকি সম্প্রদায়ের মধ্যে গুলির লড়াইয়ে পাঁচজনের মৃত্যু হয়। এই গোষ্ঠীগুলি নিজেদের গ্রাম রক্ষাকারী স্বেচ্ছাসেবী গ্রামবাসী বলে দাবি করে থাকে। খবর পেয়ে সেখানে যান জিরিবামের এসপি ও পুলিশের একটি দল। তাদের লক্ষ্য করেও গুলি চালানো হয়। আত্মরক্ষার্থে তারাও পাল্টা গুলি চালিয়ে বন্দুকধারীদের তাড়িয়ে দেয়। হিংসা মোকাবিলায় অ্যান্টি ড্রোন সিস্টেম মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এক সপ্তাহ আগে কুকি বিদ্রোহীরা ইম্ফলের পশ্চিম জেলায় অস্ত্রবাহী ড্রোন হামলা চালিয়েছিল। প্রসঙ্গত, এই প্রথম কোনও বিদ্রোহী গোষ্ঠী ভারতের মাটিতে ড্রোন হামলা চালালো।