More
    Homeখবরফেসবুক খোলা নিয়ে কিছুটা কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র

    ফেসবুক খোলা নিয়ে কিছুটা কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র

    প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়ার হাত ধরেই এখন সবার হাতেই স্মার্ট ফোন। আর সেই ফোনের মাধ্যমে সমস্ত বিশ্ব চলে আসে আমাদের হাতের মুঠোয়। কিন্তু সব কিছুর মতো এরও ভালো দিকের মতো খারাপ দিকও আছে। বিশেষ করে অল্প বয়সের ছেলে মেয়েরা ফেসবুক খুলে জড়িয়ে পরে নানা পড়লোভনে। এবার সেই বিষয়েই একটা বড়ো পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। জানা যাচ্ছে, ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট (DPDP) নিয়মের খসড়া প্রকাশ করা হয়েছে সম্প্রতি। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে সেই খসড়া প্রকাশ করা হয়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারি এই নিয়ম কার্যকর হওয়ার কথা। তার মধ্যে কোনও পক্ষ আপত্তি না জানালে এই নিয়মই জারি থাকবে। আর এই নিয়মেই যুক্ত করা হয়েছে একটা নতুন ধারা।

    সেই নতুন ধারাতে বলা হয়েছে, ১৮ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাকাউন্ট তৈরি করতে বাবা-মায়ের সম্মতি নিতে হবে। এর ফলে, তাদের সুরক্ষা বাড়বে বলে মনে করা হচ্ছে। ব্যক্তিগত ডিজিটাল ডেটা সুরক্ষা বিধিগুলি দীর্ঘ সময় ধরেই ছিল। তবে সরকারের প্রকাশিত খসড়ায় বিধি লঙ্ঘনের জন্য শাস্তিমূলক কী ব্যবস্থা নেওয়া হবে, তা বলা হয়নি। সরকার এই বিষয়ে সাধারণ মানুষের মতামত চেয়েছে। ১৮ ফেব্রুয়ারির পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নাগরিক মহল মনে করছেন, এই পদক্ষেপ খুবই সময় উপযোগী। অল্প বয়সের ছেলে মেয়েরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানা সমস্যায় পড়ছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments