ফ্রান্সের হয়ে ১০ বছরেই থামলেন গ্রিজম্যান। আচমকাই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন ফরাসি তারকা আঁতোয়াঁ গ্রিজম্যান। ৩৩ বছর বয়সী ফ্রান্স তারকা সমাজ মাধ্যমে লেখেন, ‘দারুণ এই অধ্যায়ের সব স্মৃতির জন্য ধন্যবাদ। এখন বিদায় বলার সময়।’ ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন গ্রিজম্যান। জাতীয় দলের হয়ে ১৩৫ ম্যাচে গোল করেছেন ৪৪ টি। যদিও সেভাবে লাইমলাইটে আসতে পারেননি কখনও। ২০১৪ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল গ্রিজম্যানের।