বক্সিং ডে টেস্টেই কি অশ্বিনের বিকল্পকে বক্সিং ডে টেস্টেই কি অশ্বিনের বিকল্পকে নামিয়ে চমক দেবে টিম ইন্ডিয়া? চমক দেবে টিম ইন্ডিয়া? কারণ দ্রুত তরুণ তুর্কীকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে অস্ট্রেলিয়ায়! অশ্বিন অবসর নেওয়ার পর থেকেই চর্চা চলছিল কে হবেন তাঁর বিকল্প। সময় নষ্ট না করে, মুম্বই দলে থাকা ‘তনুশ কোটিয়ান’কেই নিয়ে যাওয়া হচ্ছে অস্ট্রেলিয়ায়। অচেনা তনুশকে নামিয়ে অস্ট্রেলিয়ার পরিকল্পনায় ধাক্কা দেবে কিনা, তাই এখন দেখার! সম্প্রতি ভারতীয় ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন ২৬ বছরের তনুশ কোটিয়ান। ফলে, ভিসা সংক্রান্ত কোনও সমস্যা নেই তাঁর। মঙ্গলবারই আহমেদাবাদ থেকে সরাসরি অস্ট্রেলিয়ার বিমান ধরতে বলা হয় তাঁকে। যদিও বিসিসিআই এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও কিছুই জানায়নি। ৩৩টি প্রথম শ্রেণির তনুশ কোটিয়ান ১৫২৫ রান করেছেন। উইকেট নিয়েছেন ১০১টি।