বক্সিং ডে টেস্টের অপেক্ষা, তা’বলে কি ক্রিসমাস সেলিব্রেশন হবে না! মেলবোর্নে যাঁরা ধারাভাষ্য দিতে প্রস্তুতি নিচ্ছেন, তাঁরাই মাঠেতেই হইচই করে ফটোসেশন সেরে ফেললেন। হ্যাঁ, নেতৃত্বে অবশ্যই সুনীল গাভাসকর। এছাড়াও হেডেন, ফিঞ্চ তাঁরাও শামিল ক্রিসমাস সেলিব্রেশনে।