বছর শেষেই ভেঙে পড়লেন অভিনেত্রী তৃষা কৃষ্ণণ। নিজের সন্তানসম পোষ্যকে হারালেন অভিনেত্রী। সমাজমাধ্যমে ভারাক্রান্ত হৃদয়ে লিখলেন অভিনয় থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তিনি। দীর্ঘদিন ধরেই সন্তানস্নেহে লালনপালন করেছেন পোষ্য কুকুর জোরোকে। বড়দিনের আলোর উৎসবে যেখানে মেতে উঠেছেন তারকা থেকে সাধারণ মানুষ সকলেই, সেই বিশেষ দিনেই ‘সন্তান’হারা হলেন তৃষা। জোরোকে সমাধিস্থ করার পর ফুল-মালা-প্রদীপে সাজানো সেই জায়গার একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘আমার ছেলে জোরো। বড়দিনের সকালে সবাইকে ছেড়ে চলে গেল। যাঁরা আমাকে খুব কাছ থেকে চেনেন, জানেন, তাঁরা বুঝতে পারবেন, আমার জীবন এখন অর্থহীন। আমি এবং আমার পরিবার এই ধাক্কা কাটিয়ে উঠতে পারছি না। তাই কিছু সময়ের জন্য কাজ থেকে বিশ্রাম নিচ্ছি।’