বছর শেষের আগেই খারাপ খবর ইস্টবেঙ্গলে। এ মরসুমের জন্য ছিটকেই গেলেন মিডিও মাদি তালাল। জানা গেছে, হাঁটুর চোটে প্রায় ন’মাস মাঠের বাইরে থাকতে হবে তালালকে। তাই তাঁকে ছেড়েই দিল লাল হলুদ শিবির। তবে ছন্দ ফিরে পাওয়া ইস্টবেঙ্গল, বেশিদিন অপেক্ষা করতে রাজি নয়। অস্কার ব্রুজোর সঙ্গে আলোচনাও সেরেছেন কর্তারা। দ্রুত নতুন বিদেশি নিতে চাইছেন তাঁরা। শনিবার ঘরের মাঠে জামশেদপুর এফসির বিরুদ্ধে বছরের শেষ ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়। অনুশীলনে ফিরতে পারেননি নাওরেম মহেশ। হেক্টর ইউস্তেও অনুশীলন করেননি।