বছর শেষে কোর্টরুমে দাঁড়িয়ে কি বাজিমাত করতে পারবেন শুভশ্রী! কারণ, বড়দিনের আগেই রিলিজ হচ্ছে রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমা ‘সন্তান’। আগেই পোস্টার লঞ্চ হয়েছে। এবার জানা গেল আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে রাজের এই সিনেমা। ছবিতে এক আইনজীবীর চরিত্রে অভিনয় করতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে রয়েছেন মিঠুন চক্রবর্তী ও ঋত্বিক চক্রবর্তী।