বছর শেষে ফাঁসলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা রবিন উত্থাপ্পা। তঁর বিরুদ্ধে জারি হল গ্রেপ্তারি পরোয়ানা। অভিযোগ, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) জমা না দেওয়ার। জানা গেছে, রবিন উথাপ্পা সেন্টরাস লাইফস্টাইল ব্র্যান্ডস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর হিসেবে ২৩.৩৬ লাখ টাকা বকেয়া এখনও দেননি। এরপরই পুলকেশীনগর থানার স্টেশন হাউস অফিসারকে রবিন উথাপ্পার গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। যদি রবিন উথাপ্পা সমস্ত বকেয়া অর্থ পরিশোধ করেন, তবে এই পরোয়ানা বাতিল করা হবে। না হলে, জটিল হতে পারে বিষয়।