Monday, March 27, 2023
Homeভ্রমনবছর শেষে মরসুমের প্রথম তুষারপাত দেখল সিমলা! উত্‍ফুল্ল পর্যটকরা

বছর শেষে মরসুমের প্রথম তুষারপাত দেখল সিমলা! উত্‍ফুল্ল পর্যটকরা

বছর শেষে প্রথম তুষারবাত সিমলায়! একেবারে সাদা চাদরে মুড়ে গেল শহর। বড়দিন, নতুন বছরের ছুটি নিয়ে যারা এসেছেন সিমলায় বেড়াতে, তারা খুবই খুশি। গতকাল, রবিবার, রাত ৯.১৫ নাগাদ মল রোড, জাখু, ছোটা সিমলা এবং শহরের অন্যান্য জায়গায় হাল্কা তুষারপাত হয়। হিমাচল প্রদেশের আরও বেশ কিছু খালি এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কেইলং, কল্পা, মানালি সহ বেশ কিছু জায়গায় তাপমাত্রা শূন্যের নিচে চলে গিয়েছিল। ফলে কনে কনে ঠান্ডা অনুভূত হয়। সব থেকে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে লাউল-স্ফীতির কেইলং-এ। মাইনাস ১১.৬ ডিগ্রি সলসিয়াস ছিল সেখানে, জানিয়েছেন আবহাওয়া দফতর, সিমলা ডেরেক্টর, মনমোহন সিং।

অন্যদিকে কিন্নউর জেলার কল্পা এবং কুলু জেলার মানালিতে তাপমাত্রা ছিল -৩.৪ ডিগ্রি এবং -০.৬ ডিগ্রি। হিমাঙ্কের নিচে তাপমাত্রা নেমেছিল মান্ডি, ভুন্তর, সুন্দরনগর, সোলান। তাপমাত্রা ছিল যথাক্রমে -২, -১.৬, -১.২, এবং -০.৫ ডিগ্রি। অন্যদিকে ডালহৌসি এবং কুফরির তাপমাত্রাও নেমেছিল ২.৯ এবং ৩.৬ ডিগ্রিতে। যা এই মরসুমের রেকর্ড। সিমলায় ছিল ৪.৭ ডিগ্রি সেলসিয়াস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments