Wednesday, June 7, 2023
HomeUncategorizedবজ্রভানুকে হারিয়ে দিল পঞ্চমী! এদিকে তার আসল সত্যি জানতে পেরে গেল কিঞ্জল,...

বজ্রভানুকে হারিয়ে দিল পঞ্চমী! এদিকে তার আসল সত্যি জানতে পেরে গেল কিঞ্জল, কী হবে এবার?

 

স্টার জলসার পর্দায় শুরু হয়েছে পঞ্চমী ধারাবাহিকটি।

কিঞ্জলকে পঞ্চমীর থেকে দূরে করতে গুরুদেব বাবা এসেছে তিন জলে মন ঘুরানোর জন্য। তার কথামতোনি কাজ হচ্ছে। সেই জন্যই পঞ্চমী কিঞ্জলের মায়ের কাছে গিয়ে বলছিল গুরুদেব কতটা খারাপ আর সেই কথা শুনতে পেয়ে তিনজন তেড়ে আসে পঞ্চমীর দিকে।

 

বজ্রভানুর কার সাজির জেরে হাতে চলে গিয়েছে আর পঞ্চমীকেও আটকে রেখেছে তারা ঠাকুর ঘরের মধ্যে। দেখা যাচ্ছে সব এসে গাড়ি চালিয়ে কিঞ্জলকে নিয়ে যাচ্ছে কিন্তু কারোর কিছু করার থাকবে না। তাই পঞ্চমী শরণাপন্ন হয়েছে নীলকন্ঠ বাবার। এবারের সেই একমাত্র উদ্ধার করতে পারবে।

 

তাহলে শেষ পর্যন্ত পঞ্চমী সক্ষম হলে তার বাবুকে বশীকরণ থেকে মুক্ত করতে। সবাই তখন জিজ্ঞাসা করছে সে কিভাবে এই কাজটা করতে পারলো। পঞ্চমী তখন একটাই কথা বলে যে তাকে সাহায্য করেছে একমাত্র তার নীলকন্ঠ বাবা। পঞ্চমী বলল এবারে যে করেই হোক ওই বজ্র ভানু আর চিত্রাকে বাড়ি ছাড়া করতেই হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments