অন্য বছরের মত না হলেও সামান্য আলো দিয়ে সাজানো হয়েছে রাজধানী ব্রাসেলস এর বিখ্যাত গ্র্যান্ড প্লেস।বেলজিয়াম সরকার সিদ্ধান্ত নিয়েছে বড়দিনে কেউ যদি নিজেদের বাড়িতে অতিথি নিমন্ত্রণ করতে চান সেটা করা যেতেই পারে। কিন্তু সংখ্যাটা চারের অধিক যেন কোনওভাবেই না হয়। তার চেয়েও অদ্ভুত ব্যাপার নিমন্ত্রিত অতিথিরা সবাই বাথরুম ব্যবহারের সুযোগ পাবেন না। একমাত্র একজনকেই বাথরুম ব্যবহার করতে দেওয়া হতে পারে। স্বাস্থ্য দফতর জানিয়েছে বাড়ির ভেতরে অর্থাত্ ঘরে কোন আয়োজন করা যাবে না। বদ্ধ জায়গায় অনেক মানুষ একসঙ্গে হলে সংক্রমনের সম্ভাবনা বাড়ে, সেটাই মূল কারণ। সরাসরি বাগানে বা বাড়ির পিছনে ঘেরা জায়গায় প্রবেশের রাস্তা থাকতে হবে। ঘরের ভেতর দিয়ে কোনওরকম যাতায়াত নিষিদ্ধ। করোনা ভাইরাস কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সে দেশের প্রশাসন।