লেভেল ক্রসিংয়ে আটকে পড়া মোটর ভ্যানে জোরালো ধাক্কা মারল আপ নামখানা শিয়ালদহ লোকাল। সঙ্গে সঙ্গেই ট্রেনটির ক্যাডেল গার্ড ভেঙে যায়। কালো ধোঁয়া বেরোতে থাকে। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন ট্রেনের যাত্রীরা। সোমবার সন্ধ্যে ছটা নাগাদ ঘটনাটি ঘটেছে করঞ্জলি ও কুলপি স্টেশনের মাঝামাঝি রামকৃষ্ণপুর লেভেল ক্রসিংয়ে। প্রবল ঝাঁকুনি দিয়ে ট্রেনটি থেমে যায়, আতঙ্ক ছড়ায় মুহূর্তে। ট্রেনটি লাইনচ্যুত না হওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
সোমবার বিকেলে করঞ্জলি ও কুলপির মাঝে একটি লেভেস ক্রসিংয়ে আটকে পড়ে পাথর বোঝাই একটি মোটর ভ্যান। ক্রসিংটিতে কোনও রক্ষী ছিলেন না। নামখানা ছেতে আসা লোকাল ট্রেনটি দূর থেকে হর্ন দিতে ছাকে। শেষমেষ পাথরের গাড়িটিতে ধাক্কা মেরে থমকে যায় ট্রেনটি। গা়ড়িটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। প্রবল ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছে রেলকর্মীরা কাজ শুরু করে।
শেষ পাওয়া খবরে রাত্রি নটা নাগাদও নামখানা শিয়ালদহ শাখায় রেল চলাচল শুরু করা যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘটনায় কোনও হতাহতের খবর নেই এটাই বাঁচোয়া। কারণ ট্রেনটি লাইনচ্যুত হলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত।