বনবিভাগ ও বিএসএফের তত্পরতায় সুন্দরবনে গ্রেফতার ২ জলদস্যু। দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর জেলা পুলিশ সূত্রে খবর, সুন্দরবনে ডাকাতির উদ্দেশ্য জড়ো হয়েছিল কয়েকজন জলদস্যু। তাদের কাজকর্মে সন্দেহ হওয়ায়, জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কিন্তু সেই সময় আচমকাই পুলিশের ওপর হামলা করে দুষ্কৃতীরা। পালটা গুলি চালায় পুলিশও। বেশ কিছুক্ষন গুলির লড়াই চলার পর শেষপর্যন্ত দুজন জলদস্যুকে গ্রেফতার করে সুন্দরবন কোস্টাল থানা পুলিশ। দুষ্কৃতীদের কাছ থেকে একটি নৌকা বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রাথমিক তদন্তে অনুমান, সুন্দরবনের মত্স্যজীবীদের ওপর ডাকাতির ছক কষেছিল এরা। তবে এর পিছনে আরও বড় কোনও ডাকাতদল বা চক্র জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে সুন্দরবন কোস্টাল থানা পুলিশ। রবিবার আলিপুর আদালতে তোলা হবে ধৃতদের।