Thursday, October 5, 2023
Homeরাজনৈতিকবনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়

বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়

এ বার একেবারে বড় পদক্ষেপ করলেন। আজ অর্থাত্‍ শুক্রবার বনমন্ত্রীর পদে ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন রাজীব। ইস্তফার কপি দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছেও।

মুখ্যমন্ত্রী কে চিঠি লিখে জানিয়েছেন তিনি। শনিবার রাজীব বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে তিনি নিজের মুখে জানিয়েছিলেন দলের বেশ কিছু কাজে তিনি ক্ষুব্ধ।;কয়েকদিন ধরেই বেসুরো ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জানা গিয়েছে সাংবিধানিক প্রধান রাজ্যপালের কাছে তিনি কিছুক্ষণের মধ্যে তাঁর পদত্যাগপত্র জমা দেবেন। এরপর তাঁর কি পদক্ষেপ তাও তিনি জানাতে পারেন। তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments