More
    Homeবিনোদনবন্ধুত্ব থেকে প্রেম, অতঃপর পরিণয়! এক বছরের দাম্পত্য কিভাবে উদযাপন করছেন পরমব্রত...

    বন্ধুত্ব থেকে প্রেম, অতঃপর পরিণয়! এক বছরের দাম্পত্য কিভাবে উদযাপন করছেন পরমব্রত ও পিয়া?

    বিয়ের এক বছর পূর্ণ করলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। যদিও তাঁদের প্রেমের বয়স অনেক দীর্ঘ। প্রথম বিবাহবার্ষিকীতে নিজেদের ভালোবাসাকে সুরেলা করে তুললেন দুজনে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তাঁদের গাওয়া গান ‘ভালবাসি তোমায় তাই জানাই গানে’। এই বিশেষ দিনে পিয়াকে উদ্দেশ্য করে পরমব্রত লেখেন, ‘বন্ধুত্বের ভরসাপূর্তির এক বছর’। তাঁদের দাম্পত্যের মূল ভিত্তি এই বন্ধুত্ব, যা থেকেই একদিন প্রেমের শুরু। এরপর তা পরিণতি পায় সংসারে। তবে নিজেদের ব্যক্তিগত বিষয়কে বরাবরই সকলের নজরের আড়ালে রাখতে চেয়েছেন পরমব্রত। তাই তাঁদের বিয়ের অনুষ্ঠান ছিল অত্যন্ত ছিমছাম।

    ২০২৩ সালের ২৭ নভেম্বর রেজিস্ট্রি করে বিয়ে সারেন পরমব্রত ও পিয়া। বিয়েতে উপস্থিত ছিলেন মাত্র ২৫-৩০ জন অতিথি। বিয়ের আগে থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন শোনা গেলেও, গোপনে বিয়ের খবর মিথ্যে প্রমাণিত হয়। পিয়া একাধারে গায়িকা, সমাজকর্মী এবং মানসিক স্বাস্থ্যকর্মী। তিনি সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। অন্যদিকে, পরমব্রত একসময় বিদেশিনী ইকার সঙ্গে সম্পর্কে ছিলেন। সে সম্পর্ক ভেঙে যাওয়ার পরই পিয়ার সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে।

    তবে বিয়ের পর দুজনকেই নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সব সমালোচনা পেছনে ফেলে তাঁরা নিজেদের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন। এখন পরমব্রত ও পিয়া তাঁদের দাম্পত্য জীবন উপভোগ করছেন, আর অনুপমও প্রশ্মিতার সঙ্গে সংসার করছেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments