More
    Homeআন্তর্জাতিকবন্ধ র‍্যাডার, আকাশে প্রায় ১ ঘণ্টা চক্কর কাটার পর কাবুলে অবতরণ এয়ার...

    বন্ধ র‍্যাডার, আকাশে প্রায় ১ ঘণ্টা চক্কর কাটার পর কাবুলে অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

    নির্দিষ্ট সময় উড়েছিল এয়ার ইন্ডিয়ার দিল্লি-কাবুল বিমান। কিন্তু আফগানিস্তানে এত দ্রুত পরিস্থিতির পরিবর্তন হল যে আকাশে প্রায় এক ঘণ্টা চক্কর কাটতে হল সেই বিমানকে। এমনকী যাতে উড়ানটিকে চিহ্নিত না করা যায়, সেজন্য একটা সময় র‍্যাডারও বন্ধ করে দেন পাইলট। পরে অবশ্য বিমানটি কাবুল বিমানবন্দরে অবতরণ করেছে।

    বন্ধ র‍্যাডার, আকাশে প্রায় ১ ঘণ্টা চক্কর কাটার পর কাবুলে অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

    Read more-লালকেল্লার উত্তোলিত তেরঙায় আবেগতাড়িত সোনার ছেলে নীরজ চোপড়া

    কাবুলে ভারতীয় দূতাবাসের আধিকারিক এবং কূটনীতিবিদদের দেশে ফেরানোর জন্য তড়িঘড়ি ব্যবস্থা নেয় নয়াদিল্লি। তাঁদের ফিরিয়ে রবিবার দুপুরে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার ২৪৩ বিমান ওড়ে। ২ ঘণ্টা ২০ মিনিটের নির্ধারিত যাত্রাপথের মধ্যে আফগানিস্তানের পরিস্থিতি দ্রুত পালটাতে থাকে। কাবুলে ঢুকে পড়ে তালিবান। তারইমধ্যে কাবুলের পার্শ্ববর্তী এলাকায় পৌঁছে যায় এয়ার ইন্ডিয়ার ২৪৩ বিমান। সেই সময় সাহায্যের জন্য কাবুল এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে কেউ ছিলেন না। সেই পরিস্থিতিতে আকাশে প্রায় এক ঘণ্টা চক্কর কাটে বিমানটি। যাতে উড়ানটিকে নিশানা না করা হয়, সেজন্য একটা সময় র‍্যাডারও বন্ধ করে দেন পাইলট।

    Read More-লঞ্চ হল ওলার ইলেক্ট্রিক স্কুটার, জানুন ফিচার, মিলবে কত দামে?

    শেষপর্যন্ত নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর বিমানটি কাবুল বিমানবন্দরে অবতরণ করে। আপাতত বিমানটি কাবুল বিমানবন্দরেই আছে। মাঝ-আকাশে চক্কর কাটায় বিমানে আরও তেল ভরতে হবে। তারপর তা দিল্লির উদ্দেশে রওনা দেবে।

    Read More-ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসে রেড রোডে আজ জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments