বয়স এখন তিন মাস! মা-বাবার সঙ্গে ঘুরতে বেড়িয়ে দারুণ খুশি একরত্তি। মেয়ে আইরাকে প্রকাশ্যে আনলেন রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাস। রবিবার মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়ার মুহূর্তই অনুরাগীদের কাছে তুলে ধরলেন তারকাজুটি। সবুজ প্রকৃতির মাঝে কালো জিপ গাড়ির বনেটের উপরে বসে সে। পরনে শীতবস্ত্র। মেয়েকে দুই হাতে আগলে রেখেছেন মা-বাবা দু’জনেই। আদুরে এই মুহূর্তকে সামনে থেকে ফ্রেমবন্দি করছেন একজন। ছবি প্রকাশ্যে আসতেই একরত্তিকে আদর-ভালবাসায় ভরালেন অনুরাগীরা।