বয়স তো কেবল সংখ্যা মাত্র! ‘হাউসফুল ৫’-এর সেট থেকে ফরদীন খানের ছবি কিছুটা এমনই যেন জানান দিচ্ছে। বিবস্ত্র শরীরে উপরের অংশ, পেশিবহুল চেহারায় স্পষ্ট ‘অ্যাবস্’। ৫০-এর কোঠার ফরদীনকে যেন চেনা দায়! অভিনেতার এমন শারীরিক গঠনের পরিবর্তন হয় তো অনুরাগীদেরও প্রত্যাশার বাইরে ছিল। অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন হৃতিক রোশন থেকে শুরু করে রিতেশ দেশমুখ সহ অন্যান্যরা।