বয়স মাত্র ১২ বছর, এখনই আস্ত এক গান রচনা করে বসলেন জিতের কন্যা নবন্যা। আগামী বড়দিনে তা মুক্তিও পাচ্ছে। হ্যাঁ, শনিবার সমাজমাধ্যমে এমনই ঘোষণা সারলেন সুপারস্টার। গর্বিত বাবা টুইটারে লিখলেন, ‘বড়দিনের সন্ধ্যার জন্য তৈরি থাকুন। একটি সুন্দর গান তৈরি করেছে মাত্র ১২ বছরের দুই মেয়ে নবন্যা ও কৃষা। খুব তাড়াতাড়ি চমক আসতে চলেছে।’ অভিনেতার এই পোস্টে ছোট্ট নবন্যাকে শুভেচ্ছায় ভরিয়েছেন অনুরাগীরাও।