বয়স সবে ২ বছর, এখন থেকেই যেন তারকা রাহা কাপুর। জীবনযাত্রা থেকে শুরু করে সাজপোশাক, কোনও কিছুই বলিতারকার থেকে কম নয়। বর্ষবরণের রাতে দেখা মিলল কাপুর পরিবারের মধ্যমণির। বাবা-মা, ঠাকুমা-দিদা-পিসির সঙ্গে জমিয়ে আড্ডা, পার্টি করেছে সেও। তবে নেটিজেনদের চোখ আটকেছে রাহার পোশাকে। এ দিন রাতে রাহা যে জামাটি পরেছিল, জানেন তার দাম আসলে কত? গুগল বলছে সেই পোশাকের দাম ৫৫৫ আমেরিকান ডলার। ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়ায় প্রায় ৪৭ হাজার টাকা। তবে মেয়েকে দামী পোশাক পরালেও মা আলিয়ার পরনে ছিল মধ্যবিত্তের ছোঁয়াই। আলিয়া বেছে নিয়েছিলেন একটি কালো রঙের লিনেনের পোশাক। যার দাম সাড়ে ৬ হাজার টাকা। উৎসব উপলক্ষে যা বহু মধ্যবিত্তের সামর্থের মধ্যেই।