বরফ গলেনি। কিছুতেই লখনউতে থাকতে রাজি হননি কেএল রাহুল। কেন ছাড়লেন দল? একদিন পর মুখ খুললেন ভারতীয় এই তারকা। টেলিভিশনে এক সাক্ষাত্কারে রাহুল বলেন, ‘আমি নতুনভাবে শুরু করতে চেয়েছিলাম। আমি বিকল্পগুলি খুঁজে বার করতে চেয়েছিলাম।আমি যেখানে স্বাধীনতা পেরে পারি। দলের পরিবেশও কিছুটা হালকা হতে পারে। কখনও কখনও আপনাকে দূরে সরে যেতে হবে নিজের প্রয়োজনের জন্য ভালোটাও খুঁজে বের করতে হবে।’ আগামী ২৪ ও ২৫ নভেম্বর রিয়াধে হবে আইপিএলের মেগা নিলাম। তার আগে রাহুল বলেছেন, ‘টি২০ দলে আপাতত আমি নেই। তাই আইপিএলের দিকে তাকিয়ে আছি। আশা করি দল পাব। খেলাটাকে উপভোগ করতে পারব।’ ভারতীয় টি২০ দলে ঢোকার জন্য আইপিএলকেই ফোকাস করছেন কেএল রাহুল।