More
    Homeবিনোদনবরাবরই বাবা-মায়ের প্রসঙ্গে আবেগে ভেসেছেন অভিষেক

    বরাবরই বাবা-মায়ের প্রসঙ্গে আবেগে ভেসেছেন অভিষেক

    বরাবরই বাবা-মায়ের প্রসঙ্গে আবেগে ভেসেছেন অভিষেক। দরাজ হাসি নিয়ে প্রশংসা এবং শ্রদ্ধায় ভরিয়েছেন তাঁদের। অভিষেক বচ্চন এবং শ্বেতা বচ্চনকে লালনপালনের জন্য অভিনয় জগৎ থেকে বিদায় নিয়েছিলেন জয়া। যে কারণে আজও মায়ের প্রতি কৃতজ্ঞ অভিনেতা। বুধবার ৪৯ বছরে পা দিলেন অভিষেক। বাবা-মায়ের সঙ্গে কেমন সম্পর্ক তাঁর?

     

    অভিষেক জানান, বাবা এবং মা- দু’জনের সঙ্গে দু’ধরনের সম্পর্ক অভিনেতার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই গল্পই শোনালেন অভিষেক। ‘বাবা আমার বন্ধু। মায়ের সঙ্গে সম্পর্ক পরম্পরাগত।’ জন্মদিনের আবহে অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনকে নিয়ে অকপট ‘গুরু’ ছবির অভিনেতা।

     

    এর আগে একটি সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছিলেন তাঁকে যখন কেবলই তাঁর বাবা অমিতাভের সঙ্গে তুলনা করা হয়, তখন বড়ই অভিমানী হয়ে পড়েন জয়া। সদ্যই মুক্তিপ্রাপ্ত সুজিত সরকার পরিচালিত ‘আই ওয়ান্ট টু টক’ ছবির প্রচারের সময় অভিষেক বলেন, “আমার দীর্ঘ ২৫ বছরের কর্মজীবনে দেখেছি, আমার বাবার বহু কাজের নমুনা নিয়ে কথা বলা হয়। কিন্তু আমার মায়ের কথা খুব কম উল্লেখ করা হয়।”

     

    আরও একটি সাক্ষাৎকারে অভিষেক উল্লেখ করেছিলেন স্ত্রী ঐশ্বর্যার সঙ্গে সম্পর্কের সমীকরণও। তিনি জানিয়েছিলেন প্রয়োজনে স্ত্রীর থেকে নানা বিষয়ে পরামর্শও নেন তিনি। অভিষেককে শেষ দেখা গিয়েছে সুজিত সরকার পরিচালিত ‘আই ওয়ান্ট টু টক’ ছবিতে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments