More
    Homeখেলাবর্ডার-গাভাসকর ট্রফিতে কার্যত আধিপত্য বজায় রেখেছে ভারত

    বর্ডার-গাভাসকর ট্রফিতে কার্যত আধিপত্য বজায় রেখেছে ভারত

    বর্ডার-গাভাসকর ট্রফিতে কার্যত আধিপত্য বজায় রেখেছে ভারত। ১৬টি সিরিজের মধ্যে ভারত জিতেছে দশটি, অস্ট্রেলিয়া জিতেছে পাঁচটি, ড্র হয়েছে একটি। এবার টিম ইন্ডিয়া সিরিজ জিতলে ওদের মাঠে হবে হ্যাটট্রিক। ২০১৫ সালে ঘরের মাঠে ভারতকে হারিয়ে বিজিটি জিতেছিল অস্ট্রেলিয়া। তারপর থেকে টানা চার বিজিটি সিরিজ এসেছে ভারতের কাছেই। বিজিটিতে ১৯৯৬ সালে দিল্লিতে শচীন তেন্ডুলকরের নেতৃত্বে ভারত প্রথম মুখোমুখি হয় অস্ট্রেলিয়ার। একমাত্র ম্যাচেই জয়। সেইসঙ্গে সিরিজও। ২০০৩-০৪ সালে প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে সিরিজ ১-১ করে ফেরে সৌরভের টিম ইন্ডিয়া। দুটো ম্যাচ ড্র। একটা অস্ট্রেলিয়া জেতে তো একটা ভারত। তবে সিরিজ ছিনিয়ে আনতে আরও ১৫ বছর অপেক্ষা করে থাকতে হয়েছে ভারতকে। ব্র্যাডম্যানের দেশে অস্ট্রেলিয়াকে হারিয়েই বর্ডার গাভাসকর ট্রফি জয়ের স্পর্ধাটা প্রথম দেখান বিরাট কোহলিই। ২০১৮-১৯ সালের কোহলির নেতৃত্বে প্রথমবার ট্রফি জেতে টিম ইন্ডিয়া৷ সে’বার বিরাট কোহলির নেতৃত্বে তরুণ ভারতীয় দল অজিদের ২-১ ফলাফলে সিরিজ হারিয়েছিল৷ ২০২০-২১ সালে শেষবার অস্ট্রেলিয়া সফরে যায় টিম ইন্ডিয়া। বিরাট কোহলির অধিনায়কত্বে প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ে ভারত। তবে এরপর অজিঙ্কা রাহানের নেতৃত্বে ভারত ঘুরে দাঁড়ায়। মেলবোর্নে আসে জয়। পরের ম্যাচ সিডনিতে ড্র।আর ব্রিসবেনে আসে ঐতিহাসিক ম্যাচ ও সিরিজ জয়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments