বর্তমানে রুটের ওপরে আর কেউ নেই। টেস্টে গত পাঁচ ইনিংসে তৃতীয় বারের মতো তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁলেন জো রুট। গত ৪ বছরে মোট ১৮ বার! সেঞ্চুরির সংখ্যাটা নিয়ে চলে গেলেন ৩৫-এ। কিংবদন্তি সুনীল গাভাসকরের সেঞ্চুরির সংখ্যা ৩৪। ফলে, সানিকেও টপকে গেলেন রুট। আর একটা সেঞ্চুরি করলে ছুঁয়ে ফেলবেন রাহুল দ্রাবিড়কে। তবে শচীনকে ছুঁতে আরও ১৫টি সেঞ্চুরি করতে হবে জো রুটকে। ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন রুট। সব মিলিয়ে টেস্টে রান সংগ্রাহকদের তালিকায় ৫ নম্বরে আছেন ৩৩ বছর বয়সী রুট। টেস্টে ২৯১ ইনিংস ১২ হাজার ৪৭২ রান নিয়ে এতদিন ইংল্যান্ডের হয়ে শীর্ষে ছিলেন কুক। তাঁকে ছাড়িয়ে যেতে রুটের লাগল ২৬৮ ইনিংস। কম খেলেছেন ২৩ ইনিংস।