বর্ধিত জেলা কমিটির মিটিং হলেও কেন প্রতি মাসে হচ্ছেনা বীরভূমে কোর কমিটির মিটিং? প্রশ্ন তুলছেন বীরভুম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ৷ তিনি বলেন, আমারও প্রশ্ন কেন কোর কমিটির মিটিং হচ্ছনা। এক্ষেত্রে দলনেত্রীর নির্দেশ মানা হচ্ছেনা বলেও অভিযোগ করেছেন কাজল। আর তা নিয়ে জেলায় দলের গোষ্ঠী কোন্দল ফের একবার প্রকাশ্যে এল। কাজল শেখ দাবি করেছেন লোকসভা ও পঞ্চায়েত ভোটে যারা দায়িত্ব নিয়ে দলের কাজ করেছিল তাদের গুরুত্ব ও দায়িত্ব দিতে হবে। প্রসঙ্গত, অনুব্রত মন্ডল গোরু পাচার মামলায় জেলবন্দি থাকার সময় বীরভূমে দল পরিচালনার জন্য কোর কমিটি গড়ে দিয়েছিলেন। সেই কোর কমিটির সদস্য কাজল শেখ। আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। অনুব্রত জেল থেকে বেরিয়ে আসার পর তাকেও কোর কমিটিতে রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়।