শুক্রবার সকাল থেকেই চিন্তার ভাঁজ নেটাগরিকদের কপালে। বর্ষীয়ান অভিনেত্রী বৈজয়ন্তীমালা নাকি অসুস্থ। আবার কোথাও কোথাও চোখে পড়ছে কিংবদন্তির প্রয়াণের খবরও। গুজব থামাতে অবশেষে বাধ্য হয়ে সত্য জানাতে মুখ খুলল শিল্পীর পরিবার।
শুক্রবার বৈজয়ন্তীমালার পুত্র সুচিন্দ্র বালি সমাজমাধ্যমে একটি বিবৃতি পোস্ট করে স্পষ্ট জানিয়ে দেন, সুস্থ আছেন বর্ষীয়ান অভিনেত্রী। সুচিন্দ্র লেখেন, ‘বৈজয়ন্তীমালা সুস্থ আছেন। তার বাইরে যে কোনও খবরের কোনও সত্যতা নেই। গুজব ছড়ানোর আগে দয়া করে খবরের সত্যতা যাচাই করে নিন।’
বৈজয়ন্তীমালার বয়স এখন ৯১ বছর। স্বাভাবিকভাবেই তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন অনুরাগীরা। উপরন্তু অভিনেত্রীর ভুয়ো মৃত্যুর খবরেও নড়েচড়ে বসেছিলেন সকলে। জানুয়ারি মাসেই চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে ভরতনাট্যম পরিবেশন করেন অভিনেত্রী। এরই মধ্যে এমন সংবাদ শুনে কিছুটা হতবাকই হয়েছিলেন সকলে।