Tuesday, May 30, 2023
HomeUncategorizedবলিউডের কুটিল রাজনীতি নিয়ে মুখ খুললেন আরমান মালিক!

বলিউডের কুটিল রাজনীতি নিয়ে মুখ খুললেন আরমান মালিক!

বলিউডের রাজনীতি নিয়ে মুখ খুললেন গায়ক ও গীতকার আরমান মালিক। এবং জানালেন কেন তা থেকে দূরে থাকেন তিনি। আরমান মনে করেন যে এখনকার বলিউড গায়করা যোগ্য পারিশ্রমিক পাবে না জেনেও কাজ করে চলেছে। কিন্তু তা তিনি মানতে পারবেন না।

সম্প্রতি এক পডকাস্টে আরমান বলেন তিনি অনেকবার প্রত্যাখ্যাত হয়েছেন তিনি। এমনকি কথাবার্তা পাকা হওয়ার পরও আরমান বাদ পরে যায় সিনেমার গান থেকে। তার বদলে অন্য গায়ককে সিনেমায় গান করানো হয়।

তারপর থেকেই আরমান সিদ্ধান্ত নেন যে আর প্লে ব্যাকে আর গাইবেন না। এবার থেকে নিজের গানেই মন দেবেন আরমান। অনেক দিন ধরেই বলিউডে গান গাওয়ার ইচ্ছা ছিল তার। তাই বাদ পরে যাওয়ায় আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন তিনি।

আরমান মনে করেন তিনি বলিউডের কুটিল রাজনীতির শিকার। তাই এই পরিবেশ থেকে দূরে থাকতে চান তিনি। গায়কের মতে শিল্পীদের আসল উপার্জন হয় লাইভ শো, এবং নিজস্ব অনুষ্ঠানগুলি থেকে। বলিউডের গান গেয়ে পেট চালানো যায় না জানালেন আরমান। অনেকেই জানেন না এসব ভেতরের গল্প শ্রোতাদের কোন ধারণা নেই তাদের প্রিয় শিল্পীরা উপযুক্ত পারিশ্রমিক পায় না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments