বলিউডে থ্রেট কালচার! সলমন খানের পরে এবার শাহরুখ খান। সেই খুনের হুমকি ! ছত্তিশগড় থেকে একটি উড়োফোন আসে মুম্বই পুলিশের কাছে। মুক্তিপণ বাবদ চাওয়া হয়েছে ৫০ লক্ষ টাকা। সেই ফোনেই শাহরুখকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। বান্দ্রা থানায় এই নিয়ে মামলা দায়ের করা হয়। এরপরই তৎপর হয় পুলিশ। ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশ তদন্তও করছে। মুম্বই পুলিশের একটি দল ইতিমধ্যেই ছত্তিশগড়ে পৌঁছয়। জানা গেছে, হুমকি ফোনটি ছত্তিশগড়ের রায়পুরের নম্বর, ফইজান খান নামে এক ব্যক্তি এই হুমকি দেয়। এই ঘটনার পরই বলিউড ‘বাদশা’র নিরাপত্তা বাড়াতে মন্নতে আঁটোসাঁটো করা হয়েছে। শাহরুখকে হুমকি অবশ্য এই প্রথম নয়। আগেও ঘটেছে। সম্প্রতি লরেন্স বিষ্ণোই গ্যাং খুনের হুমকি দিয়েছে সলমন খানকে। এরপরই ঘটনা জটিল হতে থাকে। যার জেরে অনেকেই মনে করেছেন, নিরাপত্তার স্বার্থেই ২ নভেম্বর জন্মদিনে শাহরুখ তাঁর বাড়ি মন্নত-এর বাইরে টেরেসেও এবার আসেননি। দেখা দেননি ভক্তদের।