Tuesday, May 30, 2023
HomeUncategorizedবলিউডে পা রাখলেন বাংলার ছেলে অভিনেতা দেবাশীষ মন্ডল!

বলিউডে পা রাখলেন বাংলার ছেলে অভিনেতা দেবাশীষ মন্ডল!

একের পর এক কাজের সুযোগ মিলছে টলি পাড়ার অভিনেতা দেবাশীষ মন্ডল এর। মন্দার এর ঠিকই জনপ্রিয়তা লাভ করেন। নববর্ষের মুক্তি পায় অভিনেতার নতুন ওয়েব সিরিজ’ অমৃতের সন্ধানে’। এবার খবর আসে টলিউড থেকে বলিউডে পা রেখেছেন দেবাশীষ।

বেশ কিছুদিন ধরেই শোনা যায় একটি হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন দেবাশীষ। যদিও তার সঠিক এখনো শুরু হয়নিহয়নি। কেউ জানা যায় ছবির অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবাশীষকে।

বিগত প্রায় এক মাস ধরে উড়িষ্যার বিভিন্ন জায়গা ঘুরে এই ছবির শুটিং চলছে বলেই শোনা যায়। ছবির পরিচালক সঞ্জীব দে। ছবিতে বেশিরভাগই রয়েছে মুম্বাইয়ের অভিনেতা। দেবাশীষের পাশাপাশি শুভ্র দত্তকেও এই ছবিটি একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

ছবির ব্যাপারে খুব বেশি তথ্য জানা না গেলেও সূত্র বলছে চলচ্চিত্র উৎসবের কথা মাথায় রেখেই এই ছবির চিত্রনাট্য লেখা হয়েছে। তবে কাহিনীর বেশিরভাগটাই ড্রামা। যদি এটি দেবাশীষের প্রথম হিন্দি ছবি নয় ২০১৪ সালে চিল্ড্রেন অফ ওয়ার ছবিতে অভিনয় করেছিলেন অভিনেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments