Tuesday, May 30, 2023
HomeUncategorizedবলিউডে ফিরছে ধুম! মূল চরিত্রে থাকছেন জন আব্রাহাম, উচ্ছ্বসিত অনুরাগীরা 

বলিউডে ফিরছে ধুম! মূল চরিত্রে থাকছেন জন আব্রাহাম, উচ্ছ্বসিত অনুরাগীরা 

 

 

২০০৪ সালে মুক্তি পেয়েছিল ব্লকবাস্টার ছবি ধুম। আর সেই ছবি মুক্তি পাওয়ার পরেই চারিদিকে শোরগোল ফেলে দিয়েছিল। এবারে শোনা গিয়েছে যে যশ রাজ ফিল্মসের সুপার হিট ছবি ধুমের পার্ট ফোর আসতে চলেছে। আর এই ছবির প্রতিটি পার্টেই কোনো না কোনো বলিউড সুপারস্টারকে দেখা যায়।

 

প্রযোজক আদিত্য চোপড়া ও ধুম টু ধূম ৩ এর পরে আনতে চলেছে এইবারে ধুম ফোর। অবশ্য ধুম টু এবং ধুম থ্রি তে জন আব্রাহামকে আর দেখা যায়নি তবে শোনা যাচ্ছে ধুম ফোরে আবারো চোরের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে। এমনই গুঞ্জন শোনা যাচ্ছে বলিউডে কান পাতলে। শুধু তাই নয় এই ধুম পড়ে দেখা যাবে বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার কেও।

 

জন আব্রাহাম বলিউডের দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন। পাঠানের অভিনয় এক অন্যতম তার দিক প্রকাশ করেছে। নেগেটিভ চরিত্রে তিনি সাড়া ফেলে দিয়েছেন তাই এইবারে ধুম ফোরে আবারো একবার দেখা যাবে জন আব্রাহামকে। ধুমে ছবির শেষে টাকা ভর্তি ব্যাগ নিয়ে ঝাঁপ দিয়েছিলেন। তা দেখাতে গেছিল এবারে কাকে নায়িকা হিসেবে তারা পছন্দ করতে চলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments