বলিউড মাদক ইস্যুতে এবার নয়া মোড়। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সমন পাঠালো বলিউড চলচ্চিত্র পরিচালক- প্রযোজক করণ জোহারকে। কেন্দ্রীয় এই সংস্থা মুম্বইয়ে জিজ্ঞাসাবাদের জন্যে তাঁকে ডেকে পাঠয়েছে।
২০১৯ সালে ‘ড্রাগ পার্টি’র আয়োজন করেছিলেন প্রযোজক-পরিচালক করণ জোহর। এমনই অভিযোগ নিয়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দ্বারস্থ হয়েছিলেন অকালি শিরোমণি দলের প্রাক্তন বিধায়ক মনজিন্দর সিং সিরসা। সেপ্টেম্বর মাসেই সেই পার্টির ভিডিয়ো সংক্রান্ত মামলা খতিয়ে দেখার কথা জানিয়েছিল দেশের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবশেষে এই মামলায় প্রযোজক-পরিচালক করণ জোহরের উদ্দেশে নোটিশ জারি করল এনসিবি।
বে নোটিশে কোনও নির্দিষ্ট তারিখের উল্লেখ নেই। করণ জোহরকে ব্যক্তিগতভাবে এনসিবির সামনে হাজিরা দিতে হবে কিনা সেই বিষয়টিও স্পষ্ট নয়, তবে গত বছর জুলাই মাসে করণ জোহরের বাড়িতে আয়োজিত ওই পার্টির বিস্তারিত তথ্য জানতে চেয়েছে এনসিবি।
উল্লেখ্যযোগ্য গত বছর জুলাই মাস নাগাদ ভাইরাল হয়ে যায় করণের পার্টির এই ভিডিয়ো। করণ জোহর নিজেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো শেয়ার করেছিলেন, যদিও ভিডিয়োকে ঘিরে বিতর্ক শুরু হলে করণ তড়িঘড়ি ডিলিট করে দেন সেই ভিডিয়ো। কিন্তু ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই চর্চিত ড্রাগ পার্টির ভিডিয়ো। যেখানে দেখা মিলেছে দীপিকা পাড়ুকোন,শাহিদ কাপুর, অর্জুন কাপুর, মালাইকা আরোরা, জোয়া আখতার,বরুণ ধওয়ান, রণবীর কাপুরের মতো বলিউডের এ-লিস্টার তারকাদের।