বুম বুম বুমরাহ! যাঁর নামে অস্ট্রেলিয়ায় কোনও পোস্টার নেই, কোনও অসি সংবাদমাধ্যমে আর্টিকেল নেই, ২০০ মিলিয়ন ফ্যান ফলোয়াড়ও নেই। তবু বল হাতে তিনিই কামাল করে দেন অস্ট্রেলিয়ার মাঠ। অস্ট্রেলিয়ায় ৮ ম্যাচ খেললেন। নিলেন ৩৬ উইকেট। গড় ১৯.৩৬। ইকোনমি রেট ২.৪৪। ন্যূনতম ১৫০ উইকেট নিয়েছে এমন টেস্ট শিকারীদের মধ্যে বর্তমানে সবচেয়ে কম গড়ের মালিক তিনি। ৪১ ম্যাচে ১৭৭ উইকেটের মালিক বুমরাহর গড় ২০.১৭। তাঁর আগে শীর্ষে রয়েছেন অতীতের সিডনি বার্নস। তাঁর গড় ছিল ১৬.৪৩।