বহুতলের ফ্লোর থেকে ধোঁয়া, ভোররাতে শানের বাড়িতে আগুন! কালো ধোঁয়ায় ঢেকে যায় আবাসন। কেমন আছেন শান ও তাঁর পরিবার? মঙ্গলবার ভোররাতে শানের পশ্চিম বান্দ্রার ফ্ল্যাটে আগুন লাগে। তড়িঘড়ি দমকল বিভাগে খবর দেওয়ার পর সেখানে এসে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। পনেরোতলা অভিজাত আবাসনের বারোতলায় বাস গায়কের। আর আগুন লাগে সাততলায়। শান জানিয়েছেন, আগুন লাগার পর পরিবার নিয়ে পনেরোতলায় আশ্রয় নিয়েছিলেন। গায়ক বলেন পরিবার নিয়ে নিরাপদেই আছেন তিনি। বলেন, “সকলকে জানাতে চাই আমরা এখন ঠিক আছি, আমাদের আবাসনের সাততলায় আগুন লেগে যায়। এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।” সেই সঙ্গে মুম্বই পুলিশ ও দমকল বাহিনীকে কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি তিনি।