দু’জনেই স্পষ্টবাদী। তবে মতামতের নিরিখে দু’জনেই একে অপরের বিপরীতমুখী। কয়েকবার মতান্তরও হয়েছে দু’জনের মধ্যে। বহু বছর পর আবারও একইফ্রেমে দেখা যেতে চলেছে কঙ্গনা রানাওয়াত এবং প্রিয়াঙ্কা চোপড়াকে। প্রিয়াঙ্কা এবং কঙ্গনার অভিনয়ের সফরে অন্যতম ছবি ‘ফ্যাশন’। এর পর ‘কৃষ ৩’ ছবিতে একসঙ্গে তাঁদের দেখা মিললেও দর্শকমহলে সাড়া ফেলেছিল ‘ফ্যাশন’ ছবিটি। আসন্ন নারী দিবসের সূত্রে ফের একসঙ্গে হচ্ছে আবারও দুই নায়িকা। বিষয়টা খোলসা করেই বলা যাক। বেশ কিছু দিন ধরে পুরনো কিছু ছবি পুনরায় মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। তেমনই মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কা ও কঙ্গনার ছবি ‘ফ্যাশন’। ৭ মার্চ থেকে ১৩ পর্যন্ত এই ছবি দেখা যাবে প্রেক্ষাগৃহে।