ফের আইনি বিতর্কে অভিনেত্রী পরীমণি। বছর কয়েক আগেই মাদক মামলায় প্রায় ১ মাস কারাবাসে ছিলেন তিনি। এ বার নতুন করে ফাঁপরে অভিনেত্রী। বাংলাদেশের এক ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমণির বিরুদ্ধে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে আদালতে হাজির না থাকায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। তবে তিনি একা নন, গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে অভিনেত্রীর পোশাকশিল্পী বোগদাদী জিমির বিরুদ্ধেও। ঘটনার সূত্রপাত ২০২১ সালের ৮ জুন, পরীমণি ও তাঁর সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে স্নানঘর ব্যবহার করেন। পরে ক্লাবের ভেতরে বসে মদ্যপানও করেন। কিন্তু রাত ১টা ১৫ মিনিট নাগাদ ক্লাব থেকে বেরোনোর সময় পরীমণি ওই ব্যবসায়ীকে ডেকে একটি মদের বোতল বিনামূল্যে দেওয়ার জন্য চাপ দিতেই এই ঘটে যায় দুর্ঘটনা। পরীর কথায় রাজি না হওয়ায় অভিনেত্রী তাঁকে গালিগালাজ করেন বলেও অভিযোগ। ব্যবসায়ীর দাবি, বচসা এমন পর্যায়ে পৌঁছয় যে, পরীমণি একটি কাচের গ্লাস ছুড়ে মারেন। তা গিয়ে লাগে নাসিরের মাথায় ও বুকে লাগে। যে ঘটনাকে হত্যার চেষ্টা হিসাবেই দেখছেন তিনি। মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ২০২২ সালের ১৮ জুলাই ঢাকার আদালতে মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ।