Thursday, October 5, 2023
Homeআন্তর্জাতিকবাংলাদেশের নদ-নদীতে মার্চ-এপ্রিল দুই মাস ইলিশ ধরায় জারি নিষেধাজ্ঞা

বাংলাদেশের নদ-নদীতে মার্চ-এপ্রিল দুই মাস ইলিশ ধরায় জারি নিষেধাজ্ঞা

বাংলাদেশের নদ-নদীতে মার্চ-এপ্রিল দুই মাস ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছ মত্‍স্য বিভাগ।

সোমবার (১ মার্চ) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ইলিশের অভাশ্রম থাকায় এ ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ।

এরমধ্যে ভোলার ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিলোমিটার এবং ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার জলসীমা নিষেধাজ্ঞার আওতায়।

এদিকে দুই মাসের জন্য ইলিশ ধরা বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছে জেলার দুই লাখের অধিক জেলেরা। তবে অনেক জেলেই আবার বিকল্প কর্মসংস্থান খুঁজছেন।

জেলা মত্‍স্য কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, জেলারা যাতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে মাছ ধরতে না পারে সেজন্য অভিযান চলবে। মত্‍স্য ঘাটগুলোতেও প্রচার-প্রচারণা মাইকিং করা হচ্ছে। যাতে জেলেরা ইলিশ ধরা থেকে বিরত থাকে।

তিনি বলেন, ইলিশের অভয়াশ্রমে জেলে পুর্নবাসনের ব্যবস্থা নেই, তবে ঝাটকা সংরক্ষন কর্মসূচির আওতায় নিবন্ধিত জেলেদের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments