রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে তিনি কেন অন্যতম অলরাউন্ডার, বারবার বোঝাচ্ছেন। বাংলাদেশের বিরুদ্ধে ফের নিজেকে প্রমাণ করলেন। দুই ম্যাচ মিলিয়ে এক সেঞ্চুরিসহ ১১৪ রানের পাশাপাশি ১১ উইকেট শিকার করায় অবধারিতভাবে সিরিজসেরা পুরস্কার উঠেছে তার হাতেই। তাতে অনন্য এক কীর্তিও স্পর্শ করলেন অশ্বিন। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সিরিজসেরার পুরস্কার পাওয়ার রেকর্ডে এতোদিন এককভাবে শীর্ষে ছিলেন শ্রীলঙ্কান কিংবদন্তি মুথাইয়া মুরলিধরন। এবার সিরিজ সেরা হয়ে তাঁকেই ছুঁয়ে ফেললেন অশ্বিন। শুধু তাই নয়, বাংলাদেশ-ভারত টেস্ট লড়াইয়ে এখন সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ৮ টেস্টে ৩৪ উইকেট নিয়ে ছাড়িয়ে গেছেন প্রাক্তন পেসার জাহির খানকে (৩১)। টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি আসরের প্রতিটিতেই অন্তত ৫০ উইকেট নেওয়া প্রথম বোলার অশ্বিন।