বাংলাদেশের শিরদাঁড়া ভেঙে মহম্মদ শামি কাজটা এগিয়ে রেখেছিলেন, ঝকঝকে সেঞ্চুরিতে কাজ কাজটা সেরে ফেললেন তরুণ তুর্কী শুভমন গিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে হারিয়ে অভিযান শুরু করল ভারত। ২১ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতল টিম ইন্ডিয়া। বাংলাদেশ প্রথমে ব্যাট করে তোলে ২২৮ রান। জবাবে ৪৬.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যান শুভমনরা। ১২৯ বলে ১০১ রান করে অপরাজিত ছিলেন শুভমন। এটা তাঁর অষ্টম শতরান। ইনিংসে সাজানো ছিল ৯ চার আর ২ বিশাল ছক্কা। যোগ্য সঙ্গ দিয়ে শেষটা করেন কেএল রাহুল। তিনি ৪৭ বল খেলে ৪১ রানে অপরাজিত। অধিনায়ক রোহিত শর্মা ৩৬ বলে ৪১ করে আউট হন। বিরাট কোহলি ২২, শ্রেয়স আইয়ার ১৫ ও অক্ষর প্যাটেল ৮ রানে ফেরেন। এর আগে বল হাতে ৫ উইকেট তুলে নজির গড়েন মহম্মদ শামি। ৩টি উইকেট নেন হর্ষিত রানা। অক্ষর প্যাটেল নেন ২ উইকেট। বাংলাদেশের ভরাডুবি সামলে সেঞ্চুরি হাঁকান তৌহিদ হৃদয়। তিনি সেঞ্চুরি করে প্যাভিলয়নে ফেরেন। আগামী রবিবার দুবাইতে হাইভোল্টেজ ভারত-পাক লড়াই।