“বাংলাদেশে যে হিন্দুদের নিপীড়ন চলছে, সবচেয়ে দুঃখের বিষয় হল এই নিয়ে কলকাতায় কোনও আন্দোলন হচ্ছে না”, কলকাতায় এসে চাঁচাছোলা কণ্ঠে বললেন কঙ্গনা রানাওয়াত। বলাবাহুল্য, বিগত কয়েক মাস ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে ‘পড়শি’ দেশ! বাংলাদেশে পরিস্থিতি নিয়ে বেজায় দুশ্চিন্তায় রয়েছেন অভিনেত্রীও। তিনি বলেন, “বাংলাদেশে যে ভাবে হিন্দু সাধুদের উপর অত্যাচার চালানো হচ্ছে সেটা আমাদের কাছে খুবই চিন্তার বিষয়। কিন্তু সবচেয়ে বড় বিষয় হল এই ঘটনাকে নিয়ে কলকাতায় কোনও আন্দোলন হচ্ছে না। কেউ সমাজমাধ্যমে প্রতিবাদ করছেন না ‘অল আইজ অন বাংলাদেশ’ লিখে।” পাশাপাশি তিনি আরও বলেন, “বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যখন থেকে ক্ষমতায় এসেছেন তখন থেকেই অশান্তি ছড়াচ্ছেন। এই কঠিন সময়ে আমি বাংলাদেশের পাশে রয়েছি। বিশেষ করে ওই দেশে যে হিন্দুরা রয়েছেন তাদের সঙ্গে তো সবসময় রয়েছি। শ্রীকৃষ্ণ সবাইকে রক্ষা করুন।”