বেশ কিছু দিন ধরেই উত্তপ্ত বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে কার্ফু জারি করা হয়েছিল। কিন্তু নতুন করে কোনও অসন্তোষজনক পরিস্থিতি তৈরী না হওয়ার কারণে শিথিল করে দেওয়া হয়েছে কার্ফু। আপাতত শনিবার পর্যন্ত সেই কার্ফু থাকছে বলে জানিয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও সেখানে কার্ফু শিথিল থাকার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার অর্থাৎ ২৬ জুলাই এবং শনিবার অর্থাৎ ২৭ জুলাই ঢাকা নিয়ে আরও চারটি জেলায় ৯ ঘন্টার জন্য শিথিল রাখা হবে কার্ফু।
অন্যদিকে, রংপুরেও ১৩ ঘন্টার জন্য কার্ফু শিথিল করা হয়েছে বলে জানা গিয়েছে। রবিবারও সেখানে কার্ফু বহাল থাকবে কীনা সেটা পরে জানানো হবে বলেও জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ এবং সংঘর্ষের কারণে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করার পাশাপাশি কার্ফু জারি করা হয়।
উল্লেখ্য, গত ১৯ তারিখ রাতে কার্ফু জারি করা হয়। সেদিন থেকেই বন্ধ আছে বাংলাদেশের ট্রেন চলাচল। এই সময়ে বাতিল থাকার ট্রেনের টিকিটের টাকা ফেরত দেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুর হাকিম। তিনি জানান, যাদের টিকিট অনলাইন থেকে কেনা হয়েছে তাদের অনলাইনে এবং যারা কাউন্টার থেকে কিনেছেন তাদের কাউন্টারের মাধ্যমে টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।