জোড়া হোয়াইটওয়াশ। বাঘেদের লম্ফজম্ফ শেষ। বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরে যেতেই চাকরি গেল প্রধান কোচ চণ্ডিকা হাতুরুসিংহের। ভারতের কাছে টেস্ট ও টি২০ সিরিজে হারের জেরে ভুলে গেল পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয়! এই নিয়ে দ্বিতীয়বার চাকরি গেল শ্রীলঙ্কান এই কোচের। তবে এই কোচের অধীনেই অবশ্য জঘন্য পারফরম্যান্স করেছিল বাংলাদেশ টি২০ ও একদিনের বিশ্বকাপে। যদিও পারফরম্যান্স নয়, শৃঙ্খলাজনিত কারণেই হাতুরুকে সাসপেন্ড করা হয় বরখাস্ত করার আগে। ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স বাংলাদেশের নতুন কোচ হচ্ছেন। তিনি অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্বে থাকবেন ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত।