বিধানসভা নির্বাচনের দামামা বাজার ঠিক আগে পশ্চিমবঙ্গে পৌঁছে গেলেন AIMIM নেতা আসাদউদ্দিন ওবেইসি। রবিবার সকালে ফুরফুরা শরিফে পৌঁছে পিরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে বৈঠক করেন তিনি।
এদিন সকালে ফুরফুরা শরিফে পৌঁছনোর পর আসাদউদ্দিনকে স্বাগত জানান আব্বাস সিদ্দিকি। এর পর তাঁকে ফুরফুরা শরিফ ঘুরিয়ে দেখান আব্বাস সিদ্দিকি। তার পর একান্ত বৈঠকে বসেন দুজন। সেই বৈঠকের ছবিও টুইট করেছে আসাদউদ্দিন। বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে সেখানে আলোচনা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনে ৫টি আসনে জিতেছে AIMIM. তার পরই মিম প্রধান জানিয়েছেন, পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে মিম। তবে এর মধ্যেই রাজ্যে মিমের সংগঠনের একটা বড় অংশ তৃণমূলে যোগদান করেছে।
তৃণমূলের দাবি, রাজ্যে মুসলিম ভোট কাটতে মিমকে আমদানি করছে বিজেপি। বিজেপির পালটা দাবি, নিজেদের ক্ষমতাতেই জিতবেন তাঁরা। সিপিএমের দাবি, পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতির নোংরা খেলা শুরু করেছে তৃণমূল ও বিজেপি। তারই ফল মিমের আমদানি।