Tuesday, May 30, 2023
HomeUncategorizedসিরিয়ালের শেষ লগ্নে এসে সম্পর্ক ছিন্ন করলেন সৌমিতৃষা! খবর সামনে আসতেই ক্ষোভে...

সিরিয়ালের শেষ লগ্নে এসে সম্পর্ক ছিন্ন করলেন সৌমিতৃষা! খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়লেন অনুরাগীরা

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয়তা পাওয়া ধারাবাহিকের নাম হলো মিঠাই। যা এখন অন্তিম লগ্নে দাঁড়িয়ে। যে কোনদিন যেকোনো মুহূর্তে এই ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার খবর আসতে পারে। এবং তারই মধ্যে চমকে দিয়ে এলো আর এক খবর।

কিছুদিন আগেই সেট বদলায় মিঠাইয়ের। মনোহারা সেট ভেঙে তৈরি হচ্ছে নতুন ধারাবাহিকের সেট। শুধু সেট নয় মিঠাই হারায় তার পরিচালকেও। এরই মধ্যে খবর আসে, যা শুনে চমকে যায় ভক্তরা। শোনা যায় মিঠাই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার আগেই তা ছেড়ে দিচ্ছেন সকলের আদরের মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু।

সম্প্রতি স্টার জলসা ধারাবাহিক গাছ ছাড়া ছেড়ে দেন কেন্দ্রীয় নারী চরিত্র খড়ি ওরফে শোলাঙ্কি রয়। আর এবার মিঠাই ছেড়ে দেবেন সৌমিতৃষা। তবে একেবারেই যে ছেড়ে দিচ্ছেন তা নয়। আসলে অসুস্থ হয়ে পড়েছেন সৌমিতৃষা। এবং সেই কারণেই বিশ্রাম নিতে কিছুদিনের জন্য ছুটি নিচ্ছেন তিনি। ইতিমধ্যে ছুটির জন্য আবেদন পত্র দিয়ে দিয়েছেন।

কিন্তু কি হয়েছে তার? জানা যায় নাচতে গিয়ে কোমরে চোট পেয়েছেন তিনি সেই কারণেই কোমড়ে ভীষণ রকমের যন্ত্রণা হচ্ছে অভিনেত্রীর। তাই ডাক্তারের নির্দেশে কিছুদিন বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments