Tuesday, May 30, 2023
HomeUncategorizedবাগদানের পর অবশেষে তার ও রাঘবের সম্পর্ক নিয়ে মুখ খুললেন পরিনীতি চোপড়া! 

বাগদানের পর অবশেষে তার ও রাঘবের সম্পর্ক নিয়ে মুখ খুললেন পরিনীতি চোপড়া! 

 

 

হাজার গুঞ্জন ঘটলেও রাঘবের সঙ্গে যে প্রেম করছিলেন তা একবারও মুখ ফুটে স্বীকার করেননি পরিনিতি চোপড়া। শনিবার রাতে আংটি বদল হতেই সেই গুঞ্জন বাস্তবের রূপ পেল। এবং তার পরই রাখবে সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন পরিনীতি।

 

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরিনিতি লিখলেন তাদের সম্পর্ক ব্যবধান নিয়ে তিনি যেভাবে ইতিবাচক মনোভাব সকলের থেকে পেয়েছেন তা দেখে তিনি সত্যি আপ্লুত। সকলের ভালোবাসা ও একসঙ্গে থাকার জন্য আজ তারা একসঙ্গে থাকার শক্তি পেয়েছেন। এর দ্বারা অনুপ্রাণিত দুজনেই।

 

পরিনিতি এও জানান যে তাদের দুজনের পৃথিবীটা সম্পূর্ণ আলাদা রকমের। দুজন একেবারে বিপরীত ধর্মী কর্মক্ষেত্র থেকে এসেছেন। কিন্তু তাদের সম্পর্ক টি অটুট। সেই কারণেই এত বড় পরিবারকে একসঙ্গে পেয়েছেন তারা। এটাই তাদের সম্পর্কের ভিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments