কলকাতা ময়দানে তাঁর পরিচিতিই সবুজ তোতা নামে। বাগান সমর্থকরা একসময় স্লোগান তুলেছিল, ‘শীত-গ্রীষ্ম-বর্ষা, ব্যারেটোই ভরসা’। সেই ব্যারেটোই ছিলেন সবুজ মেরুন জার্সিতে ইস্টবেঙ্গলের ‘কাঁটা’।এতদিনে ব্রাজিলিয়ান ব্যারেটো দেখতে গেলেন লাল হলুদ তাঁবু। দেখতে যান লাল হলুদ মিউজিয়ামও। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ব্যারেটোর হাতে একটি সাম্মানিক লাল হলুদ জার্সি তুলে দেওয়া হয়।