More
    Homeবিনোদনবাগ্‌দান সারলেন অভিনেত্রী এবং সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ!

    বাগ্‌দান সারলেন অভিনেত্রী এবং সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ!

    বাগ্‌দান সারলেন অভিনেত্রী এবং সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ! এ কি গুজব নাকি সত্যি? তবে, বাংলা প্রবাদ বলে, ‘যা রটে, তার কিছুটা হলেও ঘটে।’ এক্ষেত্রেও কি তাই? যদি হয়েই থাকে, তবে কার সঙ্গে সারাজীবন থাকার সিদ্ধান্ত নিলেন তিনি?

     

     

     

     

    সমাজমাধ্যমে ভাইরাল উরফির বাগ্‌দানের ছবি। তবে,পাত্র কে, তা একেবারেই ঠাওর করতে পারছেন না নেটিজেনরা। সম্প্রতি, কিছু ছবি ঘুরছে নেটদুনিয়ায়। যা দেখে রীতিমতো হইচই পড়ে গিয়েছে ভক্ত মহলে। ছবি ঘিরে নেটিজেনদের মনে উঠেছে কৌতূহলের ঝড়। ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর পরনে লহেঙ্গা। ছেলেটির পরনে কুর্তা। সেই সঙ্গে উরফির মাথায় একটি টিয়ারা, যা নজর কাড়ছে। পাশাপাশি, আর একটি ছবিতে দেখা গিয়েছে, ওই ব্যক্তি প্রেম নিবেদন করছেন উরফিকে। আবার অন্য একটি ছবিতে দু’জনে হাত দিয়েই বানিয়েছেন ছোট্ট একটি হৃদয়। যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি উরফি।

     

     

     

     

    তবে, সম্প্রতি ‘ডিজনি হস্টার’ একটি ভিডিয়ো পোস্ট করেছে ইনস্টাগ্রামে। ভিডিয়ো দেখে বোঝা যাচ্ছে, আসছে নতুন রিয়েলিটি শো ‘এনগেজড’। মূলত শো-টি প্রেমিক-প্রেমিকাদের নিয়েই। সেখানেই উরফির সঙ্গে ওই ব্যক্তিকে দেখা গিয়েছে। তাঁরা একসঙ্গে পরিচালনা করছেন আসন্ন নতুন শো। সেখানেই সম্ভবত অভিনেত্রীকে প্রেম নিবেদন করছেন ওই ব্যক্তি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments