বাড়ল ভারতীয় ক্রিকেটের আরও এক সমর্থক। অক্ষর প্যাটেল বাবা হয়েছেন। সেই আনন্দ সমাজ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারকা ক্রিকেটার। সদ্য ভূমিষ্ঠ সন্তানকে পরিয়েও দিয়েছেন ভারতীয় দলের জার্সি। আর লিখেছেন, ‘ভারতের হয়ে গলা ফাটাতে তৈরি।’ ক্যাপশনে লিখেছেন, ‘ও এখনও বুঝতে পারছে না কোনটা অফসাইড, কোনটা লেগসাইড। কিন্তু মেন ইন ব্লু-র ভক্তদের সঙ্গে ওর পরিচয় করানোর আর তর সইল না। তোমাকে স্বাগত জানাই হক্স। ভারতের সবচেয়ে ছোট্ট, কিন্তু সবচেয়ে বড় সমর্থক।’ অক্ষর ও তাঁর স্ত্রী মেহার ছেলে হয় ১৯ ডিসেম্বর। তার কিছুদিন পরই তাঁরা সমাজ মাধ্যমে সুখবর দিলেন। ছেলের নাম রেখেছেন হক্স।