‘বাবা একজন সেল্ফ-মেড সুপারস্টার…’ ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে সম্মানিত হতে চলেছেন মিঠুন চক্রবর্তী। সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই বাবার জন্য আবেগে গা ভাসালেন পুত্র নমশি চক্রবর্তী। জানালেন, ছেলে হিসেবে অত্যন্ত গর্বিত তিনি। তিনি বলেন, ‘অত্যন্ত গর্বিত এবং সম্মানিত বোধ করছি আমি। আমার বাবা একজন স্ব-নির্মিত সুপারস্টার এবং একজন মহান নাগরিক। তাঁর জীবনের জার্নি লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা।’ আরও একটি সাক্ষাৎকারে নমশি জানান তিনি এই মুহূর্তে লস অ্যাঞ্জেলেসে রয়েছেন তিনি এবং মুখিয়ে রয়েছেন বাবার সঙ্গে দেখা করার জন্য। মিঠুন-পুত্র বলেন, ‘আমি সবসময় মনে রাখব যে আমার বাবা একজন স্ব-নির্মিত মানুষ। তিনি রুপোর চামচ মুখে দিয়ে জন্মাননি। তিনি তারকা, আইকন, কিংবদন্তি হয়ে উঠেছেন, তা সম্পূর্নটাই নিজগুণে।’ সেইসঙ্গে এও জানান তাঁর বাবা ভারতের ‘প্রথম ডান্সিং স্টার’! নমশি অভিনীত ‘ব্যাড বয়’ ছবিতে একফ্রেমে ধরা দিয়েছিলেন তিনি এবং বাবা মিঠুন। নমশি জানান তিনি নিজেও বাবার একজন অনুরাগী হয়ে থাকবেন।