More
    Homeবিনোদনবাবার বয়সী নায়কের সঙ্গে অশালীন নাচ!'

    বাবার বয়সী নায়কের সঙ্গে অশালীন নাচ!’

    বাবার বয়সী নায়কের সঙ্গে অশালীন নাচ!’ ৬৪ বছরের নন্দমুরির সঙ্গে ৩০ বর্ষীয় উর্বশী রাউতেলার নাচের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ধেয়ে এল কটাক্ষ। বয়সের ব্যবধান তো রয়েছেই, পাশাপাশি গানের মধ্যে নাচের ধরন নিয়েও ‘অশালীনতার’ অভিযোগ উঠল অভিনেত্রীর বিরুদ্ধে। গত ২ জানুয়ারী মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ নামের একটি গান। আর তা দেখেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের। সেখানে উর্বশী রাউতেলার সঙ্গে একই পর্দায় অভিনেতা হিসেবে রয়েছেন নন্দমুরি বালাকৃষ্ণ। ছবির এই গান সকলের সামনে আসতেই গানের সঙ্গে ‘অশালীন’ নাচ ঘিরে চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। নন্দমুরির বয়স ৬৪। অন্য দিকে উর্বশীর বয়স মাত্র ৩০। এমন কন্যাসম অভিনেত্রীর সঙ্গে কী ভাবে এমন অশালীন নাচে সঙ্গ দিচ্ছেন বর্ষীয়ান অভিনেতা? এমনই প্রশ্ন ছুড়ে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছে নেটপাড়ার বাসিন্দারা। সেই সঙ্গে আঙুল উঠেছে ছবির নির্মাতা এবং কোরিওগ্রাফারের দিকেও। একজন জানিয়েছেন, ‘এমন ধরনের নাচ সমাজে মহিলাদের জন্য অপমানজনক’। আবার অনেকের মতে, ‘এমন জঘন্য দৃশ্য দেখিয়ে কি সহজে আয় সম্ভব?’ কিংবা ‘কী ভাবেই বা রাজি হন অভিনেতা-অভিনেত্রীরা এমন অশালীন দৃশ্যের জন্য?’ এই মুহূর্তে এই প্রসঙ্গকে ঘিরে নানান মন্তব্য উঠে এসেছে সমাজমাধ্যমে। যদিও তা নিয়ে মুখ খোলেননি অভিনেতা কিংবা অভিনেত্রী-কেউই।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments